সংবাদ জমিন ডেস্কঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় কলেজ ছাত্র আরফি শাহরিয়ার মাহিমকে গ্রেপ্তারের তথ্য নিয়ে রংপুর নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বুধবার মাহিমের বড় বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে মাহিমকে নিয়ে একটি পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহিমের পরিবারের সাথে কথা বলেন এবং আদালতের মাধ্যমে যেন দ্রুত মাহিমকে মুক্তি পায় সে বিষয়ে সহযোগিতার কথা জানান।
বুধবার দুপুর ১টার দিকে মাহিমের বড় বোন সানজানা আক্তার স্নেহা তার ফেসবুকে ছোট ভাই আলফি শাহরিয়ার মাহিমকে (১৬) নিয়ে পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, মাহিম পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে লেখাপড়া করে। গত ১৮ই জুলাই মাহিম কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং বন্ধুদের সাথে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে যায়। ওই দিন বিকেলে মাহিমের বন্ধুদের মাধ্যমে তার পরিবার জানতে পারে মাহিমের পায়ে রাবার বুলেট লেগেছে এবং স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেছে। রাত ১০টা পর্যন্ত বিভিন্ন ক্লিনিকে খোঁজাখুঁজি করে তাকে পায়নি পরিবারের সদস্যরা। রাতে মাহিমের বাবার মোবাইলে অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায় মাহিম তাদের হেফাজতে রয়েছে, আগামীকাল সকালে ছেড়ে দেয়া হবে। ১৯শে জুলাই মাহিমের পরিবার মেট্রোপলিটন পুলিশের দপ্তরে খোঁজ নিলে তারা মাহিমকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে। এরপর ওই দিন বিকেল সাড়ে ৪টায় আদালত থেকে পরিবারের সদস্যরা জানতে পারে আবু সাঈদ হত্যা মামলায় মাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।