আবার বাড়নো হলো একাদশ শ্রেণিতে ভর্তির সময়

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আবার বাড়নো হলো একাদশ শ্রেণিতে ভর্তির সময়। একাদশ শ্রেণিতে অনলাইনে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও মূল ভর্তির সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা নিশ্চয়ন করতে পারবেন ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে। মূল ভর্তি কার্যক্রম ২৮ আগস্টে। এ সময় আগে ছিল ১৮ থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত নিশ্চয়ন আর ২০ আগস্ট ছিল মূল ভর্তি। গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও ভর্তির সময়সীমা ফের বৃদ্ধি করা হলো। শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে, আর ভর্তি হতে হবে ২৮ আগস্ট।

শিরোনাম