আবারো সরকার গঠনের দ্বারপ্রান্তে মমতার তৃণমূল কংগ্রেস
সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে ভোট শেষ হওয়ার পর একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল। বেশীরভাগ বুথ ফেরত জরিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এগিয়ে রয়েছে। অনেকগুলো সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি।
তবে তৃণমূল ও বিজেপি দুপক্ষই দাবি করছে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গড়বে। মহামারীকালে তুমুল উত্তেজনায় মোট আট দফায় ভোট হয়েছে বাংলাদেশের প্রতিবেশী ঐ রাজ্যে। ভোট শেষে বুথফেরত জরিপের ফল প্রকাশ হতে শুরু করেছে ভারতের সংবাদ মাধ্যমে। নির্বাচন কমিশন রোববার (২ মে) ফল প্রকাশ করবে।
পশ্চিমবঙ্গে বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। এর মধ্যে প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনে ভোট হয়নি। সরকার গড়তে দরকার ১৪৮ আসন।
আনন্দবাজারের (এপিবি-আনন্দ) বুথফেরত জরিপ দেখা যাচ্ছে, ৪২ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় টিকে থাকবে তৃণমূল কংগ্রেস। তারা ১৫২ থেকে ১৬৪টি আসন পেতে যাচ্ছে। আর বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট পাবার সম্ভাবনা ১৪ থেকে ২৫টি আসন।