আবারো নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন পুতিন

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। দেশটিতে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া এবং জনপ্রিয়তায় তার কাছাকাছি অন্য কারও নাম শোনা যায় না। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের নির্বাচনের দিন তারিখ সব নির্ধারিত হলেও পুতিন পুনরায় নির্বাচনের ঘোষণা দিচ্ছিলেন না। এ নিয়ে ক্রেমলিনের কাছে বারবার প্রশ্ন করা হলেও সেখান থেকে স্পষ্ট করে কিছু জানানো হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন পুতিন। আগামি বছরের ১৭ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে রাশিয়ায়।

শিরোনাম