আবারো গাজার স্কুলে ইসরাইলের হামলা, প্রাণ গেল ২৯ ফিলিস্তিনের

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
আবারও গাজার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুলটি দক্ষিণ গাজার শহরের কাছে খান ইউনিসে অবস্থিত। হামাস-ইসরাইল সংঘাতের পর থেকে স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এবার নিয়ে গত কয়েক দিনের মধ্যে চতুর্থবারের মতো স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, চার দিনের মাথায় গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলের ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি বাহিনী। খান ইউনিসে বাস্তুচ্যুতদের সরে আসতে বলার পর এ নিয়ে খান ইউনিসে চারবার হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে খান ইউনিসের হাসপাতাল প্রাঙ্গণ থেকেও বেসামরিক ফিলিস্তিনিদের উৎখাত করেছে ইসরাইল। এরপর তারা আশপাশের স্কুলের ভবনে আশ্রয় নিয়েছেন।

শিরোনাম