সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
আবারও গাজার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুলটি দক্ষিণ গাজার শহরের কাছে খান ইউনিসে অবস্থিত। হামাস-ইসরাইল সংঘাতের পর থেকে স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এবার নিয়ে গত কয়েক দিনের মধ্যে চতুর্থবারের মতো স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, চার দিনের মাথায় গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলের ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি বাহিনী। খান ইউনিসে বাস্তুচ্যুতদের সরে আসতে বলার পর এ নিয়ে খান ইউনিসে চারবার হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে খান ইউনিসের হাসপাতাল প্রাঙ্গণ থেকেও বেসামরিক ফিলিস্তিনিদের উৎখাত করেছে ইসরাইল। এরপর তারা আশপাশের স্কুলের ভবনে আশ্রয় নিয়েছেন।