নিজস্ব প্রতিনিধিঃ
আজও বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।