আফগানিস্তানে মন্ত্রণালয়ে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা

সংবাদ জমিন, আর্ন্তজাতিক ডেস্ক ঃঃ
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালেবান। তারও আগে থেকেই সবাইকে স্বাভাবিকভাবে কাজে ফেরার আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি। তবে এরপরও আফগানিস্তানের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে নারী কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। সেখানে কেবল পুরুষ কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

আফগান মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মীর বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজ এবং ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

শিরোনাম