আফগানিস্তানে বালকদের স্কুল খুললেও মেয়েরা রয়েছে ঘরবন্দী
সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
শনিবার থেকে আফগানিস্তানে খুলেছে বালকদের বিদ্যালয়। তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে । কিন্তু মেয়েদের স্কুল কবে থেকে খুলবে, আদৌ তারা স্কুলে যেতে পারবে কিনা- তা এই বিবৃতিতে উল্লেখ নেই।
তালেবানরা রাজধানী কাবুল দখলে নেয়ার এক মাস পরও বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। এ সময়ে তালেবানরা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করতে লড়াই করে যাচ্ছেন। শহরগুলোতে জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করছেন। দেশের কিছু কিছু স্কুল খুলেছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ুয়া ছাত্রীদের কেউ কেউ ক্লাসে যোগ দিয়েছে।
বিশ্বদ্যিালয় পড়ুয়া ছাত্রীরা ক্লাসে গিয়েছেন। কিন্তু মেয়েদের হাইস্কুল বা মাধ্যমিক পড়ার স্কুলগুলো রয়েছে বন্ধ। এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম