আফগানিস্তানে পাঞ্জশিরে বেসামরিক লোকদের হত্যা করছে তালেবান

সংবাদ জমিন, আন্তর্জতিক ডেস্ক ঃঃ
আফগানিস্তানের পাঞ্জশিরে অন্ততপক্ষে ২০ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে তালেবান। তালেবানের হাত থেকে এখনও ওই প্রদেশটিকে মুক্ত রাখতে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে সেখানকার বিদ্রোহীরা। বর্তমানে পাহাড়ি ওই উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

এরইমধ্যে বৃটিশ গণমাধ্যম বিবিসির কাছে এমন কিছু তথ্যপ্রমাণ এসেছে যেখানে দেখা যাচ্ছে যে, প্রতিশোধ না নেয়ার অঙ্গীকার সত্ত্বেও তালেবান বেসামরিক মানুষকে ধরে ধরে হত্যা করছে।

এরকমই একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, পাঞ্জশিরের একটি কর্দমাক্ত সড়কের পাশে সামরিক পোশাক পরা একজন ব্যক্তিকে তালেবান যোদ্ধারা ঘিরে রেখেছে।

এরপর বন্দুকের গুলির শব্দ শোনা যায় এবং সেই ব্যক্তিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। এটা পরিষ্কার নয় যে ওই ব্যক্তি কোন সেনাসদস্য কিনা।

শিরোনাম