আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভ : নিহত-২

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
আফগানিস্তানের জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি চলেছে। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। এ তথ্য মিলেছে, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা থেকে।

খবরে জানানো হয়েছে, জালালাবাদের বাসিন্দাদের একটি বড় অংশ ওই বিক্ষোভে যোগ দিয়েছেন। আফগানিস্তানের জাতীয় পতাকা পরিবর্তন করে তালেবানের পতাকা উত্তোলন করার পর ওই বিক্ষোভ ছড়িয়ে পরে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, হাজার হাজার মানুষ আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে বিক্ষোভে যোগ দিয়েছেন। এই প্রথম আফগানিস্তানে কোন শহর সরাসরি প্রতিবাদে অংশ নিল।

শিরোনাম