আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ৩ জেলা তালেবান বিরোধীরা দখল করে নিল


 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ৩ জেলা তালেবান বিরোধীরা দখল করে নিল। গতকাল (২০ আগস্ট) শুক্রবার তাদের হামলায় বানো, দেহ সালেহ ও পুল-ই-হিসার তালেবানের হাতছাড়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

হামলায় তালেবানের ৩০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা; ২০ তালেবান যোদ্ধাকে আটক করার কথাও বলছে তারা। তালেববান বিরোধীরা তাদের ৩ রঙ্গের পতাকা বিভিন্ন দপ্তরে উড়িয়ে দিয়েছে। সরিয়ে ফেলা হয়েছে তালেবানের সাদা রঙ্গের পতাকা।


শিরোনাম