আফগানিস্তানের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের টহল

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে যুক্তরাষ্ট্রের সশস্ত্র যুদ্ধবিমান টহল দিচ্ছে । আর এ যুদ্ধ বিমানের টহলের ব্যাপারে বৃহস্পতিবার (১৯ আগস্ট) পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে তালেবানবিরোধী লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে অভিযান অব্যাহত আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই কাবুলের আকাশে মার্কিন যুদ্ধবিমান উড়ছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো কাবুল শহরের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে। যে কোনো হুমকি থেকে আমাদের লোকজন ও অভিযানের সুরক্ষা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধবিমানগুলো কাজ করছে।

 

শিরোনাম