চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় মো. জালাল উদ্দীন (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোর ৬টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনু মিয়া দীঘির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
জানা যায়, নিহত মো. জালাল আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আলতাফ মুন্সির ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়। আটককৃত ব্যক্তি হলেন একই ইউনিয়নের জুইঁদণ্ডী পশ্চিমপাড়ার খলিলুর রহমানের ছেলে ছৈয়দ আহম্মেদ (৫৯)। জানা যায়, নিহত জালাল ও বিবাদীর সঙ্গে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘসময় বিরোধ চলে আসছিল। এর জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ৬নং ওয়ার্ডের চৌকিদার মহিউদ্দিন বলেন, সকালে জালালসহ আমি কালাবিবির দীঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম।