আনভীরের সঙ্গে মুনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন মডেল কন্যা পিয়াসা !

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
রাজধানীর গুলশান থানার বারিধারায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। রোববার রাত ১০ টায় এ অভিযানে তাকে আটক করা হয়।

পিয়াসা আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফায়েতের সাবেক স্ত্রী। সাফায়েত বনানীর রেইনট্রি হোটেলে জম্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুনীকে অস্ত্রেরমুখে জিম্মি করে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিলেন।

এছাড়াও পিয়াসা আলোচনায় আসে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের প্রেমিকা কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায়। অভিযোগ উঠে মুনিয়াকে আনভীরের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এ পিয়াসাই।

বিষয়টি আনভীরের মা জেনে গেলে পিয়াসাই আবার মুনিয়াকে আনভীরের বাসায় নিয়ে গেলে তার সামনেই মুনিয়াক ঢাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন আনভীরের মা।

শিরোনাম