স্টাফ রিপোর্টার ঃঃ
কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তান ও পরিবারের কয়েকজন সদস্য ভাড়া বিমানে বিদেশে চলে গেছেন। বৃহস্পতিবার বিকালে তারা দেশ ছাড়েন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে। ভাড়া করা ওই বিমানে ৮ জন যাত্রী ছিলেন। তারা দুবাই গেছেন বলে সূত্র জানিয়েছে।
সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, আনভীরের ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও তিনজন গৃহকর্মী ভাড়া বিমানের যাত্রী ছিলেন। এর আগে সায়েম সোবহান আনভীরের ছোট ভাই সাফওয়ান সোবহানও বিদেশে চলে যান।
মুনিয়ার মৃত্যুর পর ২৬শে এপ্রিল মামলা হওয়ার পর ২৭শে এপ্রিল পুলিশের আবেদনে সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। তবে তিনি দেশে না বিদেশে আছেন তা এখনও স্পষ্ট নয়।