নিজস্ব প্রতিনিধিঃ
ভোটের ময়দানে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া ঠেকাতে বিদায়ী বিধায়কের টিকিট ছাঁটাইয়ের কৌশলে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সফল হয়েছিলেন নরেন্দ্র মোদী। পরবর্তী সময়ে অন্য কয়েকটি রাজ্যের ভোটেও তাঁর দল বিজেপি ওই নীতি অনুসরণ করেছে। হাতে গোনা কয়েকটি ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রেই সাফল্য মিলেছে।
এ বার বাংলাদেশের জাতীয় সংসদের ভোটে শাসকদল আওয়ামি লিগের প্রার্থী নির্বাচনে সেই ‘মোদী নীতি’র প্রতিফলন দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল এ বার তাদের ৭৭ জন সাংসদকে টিকিট দেয়নি। রাজনৈতিক সূত্রের খবর, টানা প্রায় দেড় দশক ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক হিংসা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া তৈরি হয়েছে। তা সামাল দিতেই এই কৌশল।