সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
রিয়াল মাদ্রিদ বেশ সহজেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে আটালান্টাকে ৩-১ গোলে পরাজিত করে দুই বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠে ১৩ বারের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ জয়ী হয় ৪-১ গোলে। প্রথম লেগে তারা জিতেছিল ১-০ গোলে। রিয়াল মাদ্রিদ আগের দুই মৌসুমে শেষ ষোলতে হেরেছিল আয়াক্স আমস্টারডাম ও ম্যানচেস্টার সিটির কাছে।
প্রথম লেগে জয়ী হওয়ায় রিয়াল ছিল কিছুটা সুবিধাজনক অবস্থানে। তাই কোচের লক্ষ্য ছিল কোন গোল হজম না করা। সে লক্ষ্যে তিনি তিনজন সেন্টার ডিফেন্ডার নিয়ে একাদশ গঠন করেন। নাচো ভারানে এবং সার্জিও র্যামোসকে খেলান একত্রে। লেফটব্যাক হিসেবে মেন্ডি এবং রাইটব্যাক হিসেবে লুকাস ভাজকেজ খেলেন। মিডফিল্ডে ছিলেন লুকা মড্রিচ, টনি ক্রুস এবং ভালভার্দে। করিম বেনজামার সাথে আক্রমণভাগে খেলেন ভিনিসিয়ুস।