আজ সেই ভয়াল সেই ২১ আগস্ট

সংবাদ জমিন, অনলাইন ডেস্কঃ
আজ ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২০০৪ সালের ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। সেদিন তখনকার বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলা কিরেছিল তখনকার ক্ষমতাসীন দলের মদদে জঙ্গী গোষ্ঠী।

সেদিনের সেই সমাবেশ ছিল আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশ। সেই বর্বরোচিত গ্রেনেড হামলায় শেখ হাসিনা বেচে গেলেও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী মৃত্যুবরণ করেন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন শেখ হাসিনাসহ তিন শতাধিক নেতা-কর্মী।

শিরোনাম