আজ বাউল সম্রাট রশিদ সরকারের ৬৭-তম জন্মদিন

 

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
আজ বাউল সম্রাট রশিদ সরকারের ৬৭-তম জন্মদিন।শুভ জন্মদিন । ১৯৫৩ সালের এই দিনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামে বাউল সম্রাট রশিদ সরকার জন্ম গ্রহণ করেন। দীর্ঘ সাংস্কৃতিক জীবনে তিনি পেয়েছেন অসামান্য খ্যাতি। ছোট বেলা থেকেই তিনি ছিলেন বাউল গানের প্রতি অনুরাগী। তার ভক্ত-অনুরাগীরা তার গান শুনার জন্য ছিল ব্যাকুল। একাধারে তিনি ছিলেন আধ্যাত্মিক ব্যক্তি।

তার সুযোগ্য পুত্র ও সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার জানান, এ উপলক্ষ্যে তার নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাছাড়া এ দিনটি উপলক্ষ্যে ফকির মওলা দরবার শরীফের ভক্ত-অনুরাগীরা সারা বাংলাদেশে মিলাদ মাহফিল ছাড়াও বিভিন্নভাবে তাকে স্মরণ করছে।

শিরোনাম