পদ্মা সেতুর আলোয় আলোকিত গোটা এলাকা

নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৪ জুন থেকে পদ্মা সেতুর আলোয় আলোকিত গোটা এলাকা। ঐ দিন প্রথমবারের মতো জ্বলল পদ্মা সেতুর সবগুলো বাতি।সূর্য ডুবতেই একসঙ্গে জ্বলে উঠল পদ্মা সেতুর সব বাতি।

উদ্বোধনের ১০ দিন আগে আলোকিত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু।একসঙ্গে জ্বলে উঠল ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে থাকা ৪১৫টি বাতি। এর মধ্য দিয়ে দুই প্রান্তসহ মাঝ পদ্মায়ও আলোয় ঝলমলে করে উঠেছিল পদ্মা সেতু।এ আলো সাহস ও আত্মমর্যাদার আলো। এ আলো দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলের আলো।

শিরোনাম