আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু,সিলেটে পৌঁছালেন শেখ হাসিনা

সংবাদ জমিন রিপোর্টঃ
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে শেখ হাসিনা গাড়িবহর নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে বিকাল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এদিকে সমাবেশকে ঘিরে নেতা-কর্মীরা জড়েো হতে শুরু করেছে।গোটা সিলেট এলাকায় যেন সাজ সাজ রব।

শিরোনাম