আজ কবি আমিনের ১০-ম মৃত্যু বার্ষিকী

সংবাদ জমিন অনলাইন ডেস্ক ঃঃ
আজ কবি আমিনের ১০-ম মৃত্যু বার্ষিকী। ১৯১১ সালের এই দিনে কবি আমিন সকলকে কাঁদিয়ে চলে যান পরপারে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকেই তিনি ছিলেন সাহিত্যের প্রতি অনুরাগী।

কষ্টের সাথে সংগ্রাম করা ছিল তার নিত্য দিনের সঙ্গী। সারাটা জীবন কষ্ট তাকে তাড়া করে ফিরলেও তিনি হার মানেননি। আদর্শ ও নিষ্ঠার সাথে জীবন পরিচালিত করা ছিল তার মূল লক্ষ্য। জীবদ্দশায় তিনি অসংখ্য গান ও কবিতা লিখে গেছেন। আদর্শ এ প্রাণ পুরুষের শূণ্যতা পূরণ হবার নয়। তিনি আদর্শমূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মধ্যে অন্যতম ছিল আদর্শ বাস্তবায়ন সংগঠন (আবাস)। আবাসের কর্মকর্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শিরোনাম