আজ উপমহাদেশের সূর্যসন্তান ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবস

সংবাদ জমিন ডেস্কঃ
ভারতীয় উপমহাদেশের সূর্যসন্তান ক্ষুদিরাম বসু ।বৃটিশ বিরোধী আন্দোলনে ১ম আত্মনিবেদিত শহীদ ব্যক্তি তিনি। বৃহস্পতিবার(১১ আগস্ট) যুবক ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবস।

১১ আগস্ট ১৯০৮,মঙ্গলবার, ভোর ৬ টা, মোজাফফরপুর কারাগার, দৃঢ়পদে নির্ভীক চিত্তে ফাঁসির মঞ্চে এসে দাঁড়ালেন মাত্র ১৮ বছর বয়সী বাংলার এক বিপ্লবী কিশোর ক্ষুদিরাম বসু। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন,পরাধীন ভারতবর্ষে ইংরেজদের ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন। তিনি এ মামলার রায় ঘোষণার পর বলেছিলেন,দেশের জন্য ফাঁসিতে আত্মবিসর্জন দিতে আমার বিন্দুমাত্র ভয় নেই।

শিরোনাম