আচরণবিধি লঙঘনের প্রশ্ন করায় নৌকার প্রার্থীর মারপিটের শিকার সাংবাদিক

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন বাঁশখালী আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করায় তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট রাকিব উদ্দিনকে ঘুষি মারেন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় মোস্তাফিজুরকে আদালতে তলব করা হয়েছে।
গতকাল সকালে সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং অফিসার কার্যালয়ে আসেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা প্রশ্ন করলে সাংবাদিক রাকিব উদ্দিনের ওপর ক্ষেপে যান। একপর্যায়ে গালিগালাজ করতে করতে তিনি রাকিবকে ঘুষি মারেন। এ সময় তার মাইক্রোফোন কেড়ে নিয়ে মারধর শুরু করে তার অনুসারীরা। তারা মাছরাঙা টেলিভিশনের মাইক্রোফোন ও ট্রাইপডও ভেঙে ফেলেন। এ সময় রাকিব উদ্দিনের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসনও আহত হন। এদিকে এ ঘটনায় মোস্তাফিজুরের সমর্থকের সঙ্গে উপস্থিত সংবাদকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদকর্মীরা বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে (ডিসি, চট্টগ্রাম) অবহিত করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান লিখিত অভিযোগ দিতে বলেন এবং ব্যাপারটি খতিয়ে দেখবেন বলে সংবাদকর্মীদের আশ্বস্ত করেন।

শিরোনাম