আচরণবিধি লঙঘনের অভিযোগে বাহাউদ্দিন নাছিমকে শোকজ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মী নিয়ে ভোটের প্রচারণার অভিযোগে তাকে শোকজ করা হয়।

শনিবার নির্বাচনী এলাকা-১৮১ নির্বাচনী অনুসন্ধানের কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জাহান নাসরিন এই তলব আদেশ দিয়েছেন। পাশাপাশি রোববার নির্ধারিত স্থানে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা করার নির্দেশনা দেয়া হয় তাকে। চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় আপনি গত ৭ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেছেন। এ সময় আপনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এসব এলাকায় যান এবং স্থানীয় নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন। তখন বিপুল জনসমাগম ঘটে এবং আপনি নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালান; যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।

শিরোনাম