আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ কোটি ৯৬ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

জানা গেছে, বৃহস্পতিবার চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সর্বশেষ ১৪ই সেপ্টেম্বরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।

শিরোনাম