আওয়ামী লীগ কোথাও যায়নি,জনগণের পাশেই আছে : জয়

সংবাদ জমিন ডেস্কঃ
আমরা আছি। আওয়ামী লীগ কোথাও যায়নি। এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ।

বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সজীব ওয়াজেদ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছিলেন, তার মা আর রাজনীতিতে আসছেন না। পরদিন ডয়েচেভেলেকে জানান, শেখ পরিবারের কারও রাজনীতিতে আসার কারণ নেই। তবে তিনি বুধবারের ভিডিওতে বলেন, এখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে।

শিরোনাম