আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন : ওবায়দুল কাদের

সংবাদ জমিন ডেস্কঃ
আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে কারো পক্ষে কাজ করতে বাধা নেই।’

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা কার পক্ষে কাজ করবে, দলীয় নাকি স্বতন্ত্র’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিরোনাম