আওয়ামীলীগ নেতা রাতারাতি হয়ে গেল বিএনপি নেতা

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বাসিন্দা মোহাম্মদ লোকমান। স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির খুব পরিচিত মুখ তিনি। উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদের ২০১৬-১৭ সেশনের সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানা গেছে প্রাথমিকভাবে। হাসিনা সরকারের এমপিসহ স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে তার বিভিন্ন ছবি এখনও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আর গত ৫ই আগস্টের পটপরিবর্তনের সাথে সাথে অন্য আরো অনেকের মতো বদলে গেছেন তিনি। রাতারাতি হয়ে গেছেন বিএনপি। বিএনপির বিভিন্ন প্রোগ্রামে এখন সরব তিনি। লোকমান মীর পাড়া এলাকার মৃত রহমত আলীর পুত্র। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় সাংসদকে ব্যবহার করে অবৈধভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের ৫ তারিখও লোকমান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছের আলীকে ব্যবহার করে এলাকায় নৈরাজ্য চালিয়েছেন।আর সেই আওয়ামীলীগ নেতা হয়ে গেল বিএনপি।

শিরোনাম