আইজিপি বেনজীর আহমেদের সভাপতিত্বে কমিউনিটি ব্যাংক লি: এর সভা অনুষ্ঠিত
সংবাদ জমিন ডেস্ক ঃঃ
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের বিভিন্ন এজেন্ডায় গুরুত্বপূর্ণ বিনিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মধ্যে, ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড ইন্সপেকশন), চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম, মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি), র্যাব, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউলহক চৌধুরী উপস্থিত ছিলেন।