অভিনন্দিত সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ও হ্যান্ডবলে মানিকগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
অভিনন্দিত সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ও হ্যান্ডবলে মানিকগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ ১৪ সেপ্টেম্বর ৪৯ তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা -২০২২ মানিকগঞ্জ জেলা হিজুলী মিনি স্টেডিয়ামে সিংগাইর উপজেলার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয় ফাইনালে মুখোমুখি হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দলই গোল করতে সমর্থ না হওয়ায় অবশেষ টাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটে। সিংগাইর উপজেলার অভিনন্দিত সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়কে টাইবেকারে ৩-০ গোলে পরাজিত করে জয়ী হয়।এদিকে গত ১৩ সেপ্টেম্বর হ্যান্ডবল (ছেলে) সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তী ধাপে ফুটবল ও হ্যান্ডবল দল দু’টি ঢাকা অঞ্চলে খেলার সুযোগ লাভ করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন এর সার্বিক নির্দেশনায় ফুটবল ও হ্যান্ডবল দল দুটি নিষ্ঠার সাথে পরিচালনার দায়িত্ব নিয়োজিত ছিলেন বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক, সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্লাকবেল্ট (১ম ড্যান) হোল্ডার স্কাউটার মো. আলতাফ হোসেন (উডব্যাজার)।

এছাড়াও যাদের অক্লান্ত পরিশ্রমে দল দুটি জয় লাভ করার সার্থকতার রূপ পরিগ্রহ করেছে তারা হলেন আবু বক্কর (কোচ),মো.সোহরাব হোসেন (কোচ) ও আরিফুল ইসলাম আবির (কোচ)। এছাড়াও সহযোগিতা করেছেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

খেলা শেষে মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেন সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্লাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার মো. আলতাফ হোসেন (উডব্যাজার) ও অধিনায়ক শাহিন আলমের হাতে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, সিনিয়র শিক্ষক শাজাহান দুলাল, হারুনুর রশিদ,মামুন শেখ প্রমুখ।

শিরোনাম