অভিনন্দিত সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে ফুটবল,হ্যান্ডবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন

সংবাদ জমিন ডেস্কঃ
অভিনন্দিত সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে দলীয় ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি (ছেলে) ৩টি ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলগুলো জেলা পর্যায়ে খেলার যুযোগ লাভ করে।

৪৯ তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ গত ১০ সেপ্টেম্বর,শনিবার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, বাংলাদেশ আওয়ামীলীগ সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,সিংগাইর পৌরসভা মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফসার আমেনা পারভিন, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন,উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালন করেন সাবেক সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা শিক্ষক প্রমুখ।

এ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন এর সার্বিক নির্দেশনায় পরিচালনার দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্লাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার সভাপতি শারীরিক শিক্ষাবিদ সমিতি, চেয়ারম্যান গ্রিন ক্লাব, সাংবাদিক ও কলামিস্ট স্কাউটার মো. আলতাফ হোসেন (উডব্যাজ )। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল মান্নান, মো.ফজলুল হক,আব্দুস সালাম,মো. মনিরুজ্জামান,মো. পলাশ,মো আনোয়ার হোসেন,মো. ইমরানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দ।

শিরোনাম