সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা। অব্যাহতভাবে এটাই আমাদের পলিসি। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে অব্যাহতভাবে এটাই থাকবে।