অবশেষে ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙলো মোদির

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী। দু’দিন বাদে প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্যান ভঙ্গ করলেন নরেন্দ্র মোদি। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার বেরিয়ে আসার ভিডিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

ভিডিওতে দেখা গেছে, বিবেকানন্দ রক মেমোরিয়ালে খালি পায়ে জপমালা হাতে পায়চারি করছেন মোদি । তার পর সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দিলেন । কখনও তিনি বেদীর সামনে বসে প্রাণায়াম করছেন। কখনও জপ করছেন। কখনও আবার হাঁটছেন মেমোরিয়াল চত্বরে। বিবেকানন্দের বিগ্রহের পায়ে ফুল সাজাতেও দেখা গেছে তাকে। তার পর বিগ্রহের চার পাশে ঘুরে আবার বসেছেন ধ্যানে।

শিরোনাম