সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি গোল করেন লিওনেল মেসি। এতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে স্পর্শ করেন তিনি। এরপর মেসিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে বাতিস্তুতা লিখেন, ‘প্রিয় লিও, তোমাকে অভিনন্দন। ২০ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছি আমি। তোমার সঙ্গে এটি ভাগ করে নেয়া আমার জন্য আনন্দ ও সম্মানের। আমি চাই, পরের ম্যাচেই তুমি আমাকে ছাড়িয়ে যাও।’ পূর্বসূরীর মনোবাসনা পূর্ণ করেছেন মেসি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন এলএমটেন।
ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচের ৩৫তম মিনিটে সফল স্পটকিকে আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি। তাতেই গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে শীর্ষ গোলদাতা হন আর্জেন্টিনা অধিনায়ক। কাতার বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত মোট ৫টি গোল করেছেন মেসি। ২০০৬ বিশ্বকাপে নিজের অভিষেক আসরে একটি গোল করেছিলেন তিনি। ২০১০ সালে গোলের দেখা পাননি মেসি।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে করেন ৪ গোল। সবশেষ ২০১৮ আসরে একটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। অন্যদিকে ১৯৯৪ সালে নিজের বিশ্বকাপ অভিষেক আসরে ৪ গোল করেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১৯৯৮ আসরে করেন ৫ গোল। নিজের তৃতীয় এবং শেষ বিশ্বকাপ ২০০২ আসরে একটি গোল পান বাতিস্তুতা।