নিহত চার শিশুর ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দাখিল

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির আঙিনা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একইসঙ্গে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

চার শিশু হলো, সাফকাত সামির (১১), রিয়া গোপ (৬), আব্দুল আহাদ (৪) নাইমা সুলতানা (১৫)।

শিরোনাম