সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
অবশেষে নন্দী গ্রামের আলোচিত আসনটিতে বিজয়ী হলেন মমতা। নেতা-কর্মীদের মধ্যে এ আসন নিয়ে যে জল্পনা ছিল, সে জল্পনার অবসান হয়েছে।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা নন্দীগ্রামে জয় পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দে ভাসছেন তিনি। রোববার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে এই আসনে ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকে চিত্র। প্রথমে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পেয়েছেন তৃণমূল নেত্রী মমতা।
২০১১ সালে মমতা যখন পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসেন সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নন্দীগ্রাম। সে সময় মমতারই সহযোগী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে এ আসনে জিতেছিলেন। দল ত্যাগ করে এবার ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দুকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হারালেন তিনি। শুভেন্দুর চেয়ে এক হাজার ২০১ ভোট বেশি পেয়েছেন মমতা। এদিকে সর্বশেষ খবরে মমতার দল তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানা গেছে।