অবশেষে দাউদকান্দি ও তিতাস থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
শেখ হাসিনার পতনের পর কুমিল্লার দাউদকান্দি ও তিতাস থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসার ও ভিডিপি’র সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন। কুমিল্লার আনসার ও ভিডিপি’র উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দ হওয়া অস্ত্রগুলো হলো,তিতাস থানা থেকে লুট হওয়া একটি এলএমজি, একটি শটগান, একটি ৭.৬২ মিলি মিটার রাইফেল। ৫ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ। এ ছাড়া দাউদকান্দি থানা থেকে লুট হওয়া ৩টি রাইফেল (১টি রাইফেলের বাট নেই), ২টি শটগান ও একটি হ্যান্ডকাফ। আনসার ও ভিডিপি’র কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি থানা এলাকায় আনসার ও ভিডিপি’র কর্মকর্তা এবং সদস্যদের সহায়তায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অস্ত্রগুলো বর্তমানে আনসার ও ভিডিপি কার্যালয় কুমিল্লার হেফাজতে আছে। যা পরবর্তীতে পুলিশ লাইন্স কুমিল্লায় জমা করা হবে। আনসার ভিডিপি কুমিল্লার উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, আমরা সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেয়ার আহ্বান জানাচ্ছি।