সংবাদ জমিন ডেস্ক ঃঃ
ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিন পর বিএনপির ধামরাই শাখার উদ্যোগে ধামরাইয়ের শরীফবাগ শরীফুন নেছা মহিলা মাদ্রাসার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন। এসময় সম্মেলন জনসমদ্রে পরিণত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা নেত্রী নিপুণ রায় চৈধুরী, বেনজীর আহমদ টিটু, প্রধান বক্তা বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ধামরাই বিএনপির আহবায়ক আলহাজ তমিজ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।