সাভার প্রতিনিধিঃ
অবরোধ সফলে সরব সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।বিএনপি’র ডাকা সর্বাত্মক অবরোধের সমর্থনে সাভার এলাকায় মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলে সংহতি জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান ও সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব অংশ নেন। মিছিলটি সাভার পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।