অন্যায়ভাবে কারো বাড়ীঘর ভাঙচুর করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে:রিতা

মো;সাইফুল ইসলাম:
অন্যায়ভাবে কারো বাড়ীঘর ভাংচুর করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সম্প্রতি আনন্দ মিছিল শেষে এক পথ সমাবেশে বিএনপির জেলা সভাপতি আফরোজা খান রিতা বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন।

তিনি বলেন,বর্তমান পরিস্থিতিতে সকল নেতা কর্মীকে শান্ত থাকতে হবে। অন্যায়ভাবে কারো বাড়ীঘর ভাংচুর করা যাবেনা। কেহ করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ায় আনন্দ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই মানিকগঞ্জে হাজার হাজার নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিজয় মেলা মাঠে এসে জড়ো হতে থাকে। এসময় তারা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকে।পরে বেলা ১১ টার দিকে উপস্থিত হাজার হাজার ছাত্র জনতাসহ বিএনপির নেতা কর্মীরা বিজয় মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জেলা সভাপতি আফরোজা খান রিতা,সাধারন সম্পাদক এস এ কবির জিন্নাহ,সহ-সভাপতি আজাদ হোসেন খান,যুগ্নসাধারন সম্পাদক সত্যেন কান্ড পন্ডিত ভজন,সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখন প্রমূখ।

আফরোজা খান রিতা বলেন,এ বিজয় আমাদের প্রাথমিক বিজয়,চুড়ান্ড বিজয় অর্জন করতে আমাদের আরো ধর্ষ্য ধারন করতে হবে। সরকারি, বেসরকারি স্থাপনা,কারো বাড়ী ঘর,ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা যাবে না।এছাড়া বেলা সাড়ে ১১ টার দিকে বাংলঅদেশ খেলাফত মজলিস শহরে মিছিল বের করে।মিছিল শেষে কোট চত্তরের সামনে সমাবেশ করে।

শিরোনাম