সাভার প্রতিনিধিঃ
মজুরি বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলমান শ্রমিক বিক্ষোভের জেরে সাভারের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল, জামগড়া, ছয়তলা, বেরণ ও নরসিংহপুর এলাকার কারখানাগুলোর গেটের সামনে
বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দিতে গিয়ে গেটের সামনে শ্রমিকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে ও এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।