অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি ঝুঁকির মুখে

 

সংবাদ জমিন ডেস্ক ঃ
অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি ঝুঁকির মুখে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করা হলেও সক্ষমতা অনুযায়ী চাহিদা তৈরি করতে পারেনি সরকার। অতিরিক্ত বিদ্যুৎ দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই মহাপরিকল্পনা পুনর্মূল্যয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

এ ক্ষেত্রে রাজস্বে যাতে চাপ সৃষ্টি না হয়, পুনর্মূল্যায়নের সময় তা সতর্কতার সঙ্গে বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। ১৮ মার্চ বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রস্তাবিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা : বিদ্যুতের যৌক্তিক চাহিদা প্রক্ষেপণে চ্যালেঞ্জ’ শীর্ষক এক ভার্চুয়াল ডায়ালগে (অনলাইন সংলাপ) বক্তারা এমন মতামত দেন।

শিরোনাম