অচিরেই মন্ত্রীসভা গঠন করা হবে : তালেবান

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান তিনি। মন্ত্রিসভায় কোনো নারী থাকবেন কি না, এমন প্রশ্নের উত্তরে জাবিউল্লাহর নিকট থেকে কোন সদুত্তর মেলেনি।

নতুন সরকার গঠিত হলে দেশটির অর্থনৈতিক সংকট সহজে মোকাবিলা করা যাবে উল্লেখ করে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রাবাজারে আফগানি মুদ্রামান কমে যাওয়া সাময়িক। হঠাৎ পরিস্থিতি বদলে যাওয়ার কারণে এমনটা ঘটেছে। আফগানিস্তানে নতুন তালেবান সরকার দায়িত্বপালন শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

শিরোনাম